সমাচার ওয়েবডেস্ক : বেকার চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগ স্বভাবতই খুশির খবর। তবে, আপনার কি ভালো মোবাইল ফোন অথবা ল্যাপটপ আছে? আপনি কি মোটর বাইক কিংবা চারচাকার যানবাহন চালাতে পারেন? আপনি কি কম্পিউটারের কাজে পারদর্শী? তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট মা করায় ভালো। কারণ, এবার ভারতীয় ডাক বিভাগ এর পক্ষ থেকে ভারি বা হালকা মোটর যানবাহন চালানোর দক্ষতা সম্পন্ন ও কম্পিউটারে পারদর্শী প্রার্থীদের এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে সংশ্লিষ্ট জেলার মুখ্য পোস্টাল আধিকারিকের দফতরে। এক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা
কিন্তু এক্ষেত্রে মাসিক বেতন নয়। এজেন্টকে নগদ টাকা প্রদানের ব্যবস্থা রয়েছে আকর্ষণীয় কমিশনের ভিত্তিতেই। বিস্তারিত জানুন।
আবেদন পদ্ধতি :
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে।
২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৪। আবেদন ফর্মে প্রথমে প্রার্থীর নাম, তারপর পিতার নাম, এরপর স্থায়ী বাসস্থানের ঠিকানা, তারপর বয়স, ক্রমান্বয়ে শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৫। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই করে আবেদন পত্রটি খাম বন্দি করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ভরা ওই খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে (APPLICATION FOR THE POST OF------------) আবেদন পত্র পাঠানোর ঠিকানা- TO THE IPO 'SG' 1" SUBDIVISION C/O THE SRM 'SG' DIVISION, SILIGURI, BHAWANI BHAWAN, P.O- SEVOKE ROAD, SILIGURI, PIN-734001
প্রয়োজনীয় নথি :
১. ভোটার ও আঁধার কার্ড এর জেরক্স।
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের জেরক্স।
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্রের জেরক্স।
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্রের জেরক্স।
৫. এছাড়া, প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান।
আবেদনকারীর বয়সসীমা : এক্ষেত্রে, নুন্যতম ১৮ বছর বয়স হতে হবে আবেদনকারীর।
নিয়োগ পদ্ধতি : নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে পরীক্ষামূলক ট্রেনিং নিতে হবে। রীক্ষামূলক ট্রেনিং এর পর যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে। এক্ষেত্রে লিখিত পরীক্ষা নেই। শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
শুন্য পদের নাম : 'আউট সোর্সিং পোস্টাল এজেন্ট (OUT SOURSING POSTAL AGENT)
শুন্য পদ : ১ টি।
সময়সীমা : ১২ ই আগস্ট।
মাসিক বেতন : আকর্ষণীয় কমিশনের ভিত্তিতে নগদ টাকা প্রদান করা হবে এজেন্টকে।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আবেদনকারীকে। ভারি অথবা হালকা যানবাহন চালানোর দক্ষতা থাকার পাশাপাশি উপযুক্ত লাইসেন্স থাকতে হবে। এছাড়াও যানবাহন রক্ষনাবেক্ষনের কাজে পারদর্শী হতে হবে। পাশাপাশি কম্পিউটারের কাজ জানতে হবে।
আবেদন করতে ক্লিক করুন : Job Vacancy