সায়ন ঘোষ, বনগাঁ : আজ, বৃহস্পতিবার রাখীবন্ধন উৎসব। ভাই এবং বোনের পবিত্র সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি উৎসব এই রক্ষা বন্ধন বা রাখীবন্ধন। রক্ষাবন্ধনে বোনেরা তাদের ভাইয়ের কব্জিতে রাখি বাঁধেন। রাখীকে রক্ষা সূত্রও বলা হয়। ভার্চুয়ালের দুনিয়ায় দূরদূরান্ত থেকে রাখী আসছে ভাই ও দাদা দের জন্য।
উত্তর ২৪ পরগনার বনগাঁয় সাড়ম্বরে পালিত হলো রাখীবন্ধন উৎসব। বৃহস্পতিবার বনগাঁর সাহিত্য একাডেমীর পরিচালনায় এবং আই.টি.আর.সি. (ITRC) কম্পিউটার ইন্সটিটিউট এর সহযোগিতায় রাখীবন্ধন উৎসব আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ঘোষ।
শিক্ষক, শিক্ষার্থীরা সহ একাধিক অভিভাবক অংশগ্রহন করেন এদিনের রাখীবন্ধন উৎসবে। গান, কবিতার সাথে নিত্য পথযাত্রীদের রাখী পরিয়ে উৎসাহিত করেন তাঁরা।
সাহিত্য একাডেমীর পক্ষ থেকে শিক্ষক দেবদাস দেব বলেন, আমরা সাম্প্রদায়িক বিভেদ ভুলে সবাই একসাথে বাঁচার জন্য আজকের এই রাখীবন্ধন উৎসব আয়োজন করেছি। যার মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই।
এদিন সাহিত্য একাডেমীর পক্ষ থেকে বনগাঁ রামনগর রোড হয়ে, বাটা মোড় হয়ে বনগাঁ নীলদর্পন এর সামনে এসে রবীন্দ্র-মূর্তিতে মাল্যদান করে তাঁদের পথযাত্রা শেষ হয়। প্রায় কয়েক হাজারও শিক্ষার্থীরা সামিল হয়েছিল আজকের রাখীবন্ধন উৎসবে। এমন উৎসবে সামিল হতে পেরে খুশি ছাত্র ছাত্রীরা।