Raksha Bandhan 2022 : বনগাঁতে রাখী পূর্ণিমায় নতুন চমক

Rakhi-Purnima-new-surprise-in-Bongaon

পারিজা পাঠক, বনগাঁ : আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাখী পূর্ণিমা। এবার অভিনব ভাবনায় তৈরি রাখিতে তাক লাগিয়ে দিয়েছে প্রাকৃতিক সামগ্রী। উত্তর ২৫ পরগনার বনগাঁয় দেখা গেলো এমন ঘটনার নজির। ইছামতীর কচুরিপানা থেকে তৈরি হচ্ছে এই রাখি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছে বনগাঁ এবং বাগদা নিয়ে নতুন করে ইছামতী জেলা গঠিত হবে। কিন্তু ইছামতী ঢেকেছে ভয়ানক কচুরিপানায়। এবার সেই কচুরিপানা কে হাতিয়ার করেই বনগাঁ পুরসভার উদ্যোগ তৈরি হচ্ছে রাখী। 

প্রাকৃতিক উপায়ে তৈরি এই রাখী পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর কাছে। এছাড়াও কয়েক দিনের মধ্যেই এটি পাড়ি দিতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলোৎস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে।

বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের জানান, "মঙ্গলবার সব রাখী কুরিয়ার করা হয়েছে। সকলকে ২০ টি করে রাখী দেয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতির কাছেও রাখী পাঠানো হয়েছে। এছাড়াও, কচুরিপানা থেকে তৈরি সামগ্রীর বিশেষ চাহিদা রয়েছে। এইভাবে নদী থেকে কচুরিপানা সাফ হওয়ার পাশাপাশি ঘরে বসে আয়েরও মুখ দেখছেন মহিলারা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, নদী থেকে কচুরিপানা তুলে এনে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এই হস্তশিল্প টি তৈরি করা হয়েছে। প্রায় ত্রিশ হাজার রাখী তৈরি হয়েছে। রাখী প্রতি দাম রাখা হয়েছে ১৫ টাকা। রাখী তৈরি করেছেন ১০০ জন মহিলা। তারা ৭-১০ হাজার টাকা আয় করেছেন।



Post a Comment

Previous Post Next Post