সমাচার ওয়েবডেস্ক : আপনার কী শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ? ভালো বেতনের চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। ভারতীয় পোস্ট অফিসে (India Post Office) এর মাধ্যমে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোস্ট অফিসে গ্রুপ সি (Post Office Group-C Reqruitment) সমান পদে নিয়োগ করা হবে। ভারতীয় বাসিন্দা হলে এবং উপযুক্ত যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবে। সবমিলিয়ে যোগ্য প্রার্থীদের জন্য সুখবর মাসে মোটা অঙ্কের বেতন সহ সরকারি চাকরি করার। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।
কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী পোস্ট অফিসের গ্রুপ সি লেভেলের পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি ডাউনলোড করতে পারবেন। অফলাইন আবেদন ডাউনলোড করে সঠিক নির্দেশ মতো ফর্ম পূরণ করতে হবে তারপর আবেদন পত্রের সঙ্গে নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে?
1. মাধ্যমিক এডমিট বা জন্ম সার্টিফিকেট
2. মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট
3. পাসপোর্ট সাইজের ছবি
4. আধার বা ভোটার কার্ড
5. এছাড়াও পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস ( অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে)
6. অভিজ্ঞতা
7. অন্যান্য
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী পোস্ট অফিসের সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 56 বছরের নিচে।
মাসিক বেতন : প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে নূন্যতম 19,900 টাকা। সরকারি নিয়ম প্রতিমাসে বেতন বৃদ্ধি পাবে।
যোগ্যতা : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। মোটরযান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর মেকানিজম জ্ঞান থাকতে হবে। এছাড়াও অভিজ্ঞতা কমপক্ষে 3 বছরের।
নিয়োগ প্রক্রিয়া : যেহেতু পোস্ট অফিসের অধীনে স্টাফ কার ড্রাইভার (গ্রুপ সি) পদে নিয়োগ করা হবে তাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে মূলত ড্রাইভিং টেস্ট এর মাধ্যমে। প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে : Dak Bhawan, New Delhi, 110001.
আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে অবশ্যই দেখেনিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হবে।
Official Notice : Download
Official Website : Click Here