সায়ন ঘোষ, বনগাঁ : শুক্রবার বনগাঁ সাহিত্য সংস্কৃতি মঞ্চ সহ একাধিক ভিন্ন সংগঠনের পক্ষ থেকে বুকে কালো ব্যাচ লাগিয়ে মৌন মিছিল করা হয়।
প্রসঙ্গত, বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শাসক দলের নিগ্রহের শিকার হয় সিপিআইএমের পোলিং এজেন্ট অনাথ বন্ধু ঘোষ। রাজনৈতিক ক্ষেত্র ছাড়াও অনাথ বন্ধু বাবু দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত। মানুষের বিপদে আপদে ছুটে যান সব সময়। উপনির্বাচনের দিন তাঁকে নিগ্রহের প্রতিবাদেই আজকের এই মৌন মিছিল।
বনগাঁ সাহিত্য সংস্কৃতি মঞ্চ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে বনগাঁ এক নম্বর গেট থেকে বাটার মোড় হয়ে রাখাল দাস সেতু ঘুরে রায়ব্রিজ হয়ে বনগাঁ নীলদর্পণের সামনে শেষ হয় আজকের মৌন মিছিলটি।
এ বিষয়ে সমাজসেবী অনাথ বন্ধু ঘোষ বলেন, গত ২১ তারিখ বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে যে উপনির্বাচন হয়েছিল ওই ওয়ার্ডের গান্ধীপল্লী বিবেকানন্দ প্রাইমারি স্কুলের যেই বুথ হয়েছিল সেখানে আমি সিপিআইএমের পক্ষ থেকে পোলিং এজেন্ট হিসাবে উপস্থিত ছিলাম।
সেখানে শাসক দলের কিছু দুষ্কৃতীরা গিয়ে আমাকে বুথ থেকে জোর করে বের করে দেয় ও ধাক্কা দেয় এবং তারপর আমার মাথায় লাগে। মূলত এরই প্রতিবাদে আজ বনগাঁর অনেক সংগঠন এক হয়ে একটি মৌন মিছিল করেছে|