পঞ্চায়েত সদস্যরা ১০০ দিনের কাজের টাকা নিয়ে নিয়েছেন, বিক্ষোভ গ্রামবাসীদের

Panchayat-members-have-taken-money-for-100-days-of-work

প্রতিনিধি, বাগদা : ১০০ দিনের কাজের টাকা না পেয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তর ২৪ পরগণা জেলার বাগদা বানেশ্বরপুরের রনঘাট এর ঘটনা।

বৃহস্পতিবার ১০০ দিনের কাজের খতিয়ান দেখতে তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল রনঘাট পঞ্চায়েতের আউলডাঙ্গা গ্রামে এসেছিল। আধিকারিকরা ১০০ দিনের কাজের খতিয়ান পরিদর্শন করে ফেরার সময় গ্রামবাসীরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

গ্রামবাসীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। তাদের জব কার্ডে টাকা ঢুকলেও সেই টাকা পঞ্চায়েত সদস্যরা তুলে নিয়ে গিয়ে অন্যদেরকে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। স্থানীয় সুপারভাইজারদের কাছে টাকা চাইতে গেলে বলছে টাকা দেওয়া হয়ে গেছে।

এদিন ১০০ দিনের কাজ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ তোলে স্থানীয় গ্রামবাসীরা। তারপর কেন্দ্রীয় প্রতিনিধি দলের হস্তক্ষেপে বিক্ষোভ থামান গ্রামবাসীরা। কেন্দ্রীয় প্রতিনিধি জানান, গ্রামবাসীরা তাদের কাজের সম্পূর্ণ টাকা পাবেন।



Post a Comment

Previous Post Next Post