করোনার পর মাঙ্কিপক্স! কীভাবে সংক্রামন থেকে বাঁচবেন? অ্যাপোলো'তে কর্মশালা

Monkeypox after Corona! How to avoid infection?

সমাচার ওয়েবডেক্স : দেশে বাড়ছে সংক্রামক রোগ। করোনার পর এবার ভারতে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। এর মাঝে নিজেকে কীভাবে সুস্থ রাখবেন? করতে হবে কী কী? জেনে নিন।

এই বিষয়ে অ্যাপোলো হাসপাতালে আয়োজন করা হয়েছিল দু’দিনের কর্মশালার। বৃহস্পতিবার ছিল কর্মশালার শেষদিন। এই দু’দিনে যোগ দিয়েছিলেন প্রায় শদুয়েক স্বাস্থ্যকর্মী। করোনা কালে সবথেকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সব কর্মীদের। এখনও পরিস্থিতি কিছুটা হাতের মধ্যে থাকলেও স্বস্তি নেই। কোভিড তো রয়েইছে, পাশাপাশি দেশের চিকিৎসক মহলের এখন বড় চিন্তা মাঙ্কি পক্স। যা খুবই সংক্রামক বলে জানাচ্ছেন তাঁরা। তাই এই কর্মশালার মূল বিষয় ছিল ‘ইনফেকশন কন্ট্রোল মেকানিজম।’

https://www.sarbabhaumasamachar.in/2022/08/Monkeypox-after-Corona-How-to-avoid-infection.html

শহরের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসা কর্মীদের হাতে-কলমে দেখানো হয়েছে কীভাবে সংক্রামক রোগীর চিকিৎসা করতে হবে। অপারেশন টেবিল থেকে রিসেপশন, সব কর্মীদেরই বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের ‘কায়াকল্প’ গাইডলাইন মেনেই কর্মশালার খুঁটিনাটি ঠিক করা হয়েছে।

কর্মশালায় চিকিৎসক সায়ন্তন বন্দোপাধ্যায় জানান, ধর্মীয় কারণে বহু নার্স প্রথাগত হিজাব ব্যবহার করেন। যা অস্বাস্থ্যকর। তাই তাঁদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই সার্জিক্যাল হিজাব সরবরাহ করতে হবে। হাসপাতালের জন্য আলাদা হিজাব তৈরি করা দরকার।’

তাঁর মতে, অপারেশন থিয়েটারে দিনে চাররকম ক্লিনিং হবে। সকালে একবার। এরপর ইন্টারকেস ক্লিনিং। ইভিনিং ক্লিনিং। উইকলি ডিপ ক্লিনিং সপ্তাহান্তের সাফাই উৎসবের মতো করে করতে হবে। এইমস দিল্লিতে ওইভাবে করা হয়। রিওয়ার্ডিং লাঞ্চ দেওয়া হয় সাফাই কর্মীদের।

Post a Comment

Previous Post Next Post