অভিযুক্তকে চোর সন্দেহে বেঁধে রেখে, পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

Locals-hand-over-the-accused-to-the-police-after-suspecting-him-of-being-a-thief

প্রতিনিধি, বনগাঁ : চোর সন্দেহে যুবককে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বনগাঁর চাঁদাবাজারের।

শনিবার সকালে বনগাঁর চাঁদাবাজারে চাষীরা চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। তাঁদের অভিযোগ বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি চাঁদাবাজারে বিভিন্ন ধরনের সবজি চুরি করছে। বিগত কয়েকদিন ধরে তাকে ধরার চেষ্টা করলেও চাষিরা ব্যর্থ হয়। আজ, শনিবার হাট চলাকালীন ওই চোরকে হাতেনাতে ধরে লংকা চুরি করার সময়।

উত্তেজিত চাষী ও বাজার কমিটির লোকেরা চোরকে বনগাঁ বাগদা সড়কের ধারে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। তারপর বনগাঁ থানায় খবর দেয় স্থানীয়রা। বনগাঁ থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই প্রসঙ্গে হাট মালিক সমীর বিশ্বাস বলেন, "দীর্ঘদিন ধরে বাজারে চাষীদের বেশ কিছু সবজি চুরির ঘটনা ঘটছিল। ক্ষতিগ্রস্ত হচ্ছিল চাষিরা কে বা কারা তাদের সবজি চুরি করছে তা বুঝে উঠতে পারছিল না চাষিরা। এদিন হাতেনাতে লঙ্কা চুরি করার সময় এক ব্যক্তিকে ধরে ফেলে চাষিরা এবং বিদ্যুতের পোলে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়।"

Post a Comment

Previous Post Next Post