Biopic of Kishore Kumar : বায়োপিকে ফিরছেন কিশোর কুমার

Kishore-Kumar-is-returning-to-the-biopic

সমাচার ওয়েবডেক্স : ভারতীয় সংগীতে চারের দশক থেকে শুরু করে টানা চার দশকেরও বেশি সময় ধরে বিরাজ করেছেন কিংবদন্তি শিল্পী কিশোর কুমার (Kishore Kumar)। আর আজ অর্থাৎ ৪ঠা আগস্ট কিশোর কুমারের ৯৩ তম জন্মদিন। প্রেমের গান হোক বা বিরহের গান কিংবা পার্টির গান সবেতেই কিশোর কুমার ছিলেন অনবদ্য, তাই তাঁর মৃত্যুর তিন দশক পরেও তিনি সমান জনপ্রিয় হয়ে আছেন। এছাড়া অভিনয়েও তাঁর অবদান অস্বীকার্য।

তাই এবার বায়োপিক হচ্ছে কিংবদন্তি শিল্পী কিশোর কুমার কে নিয়ে। শিল্পীর জীবন নিয়ে এখনও শোনা যায় নানান সব গল্পের কথা। এই কারনেই তাঁর বায়োপিক নিয়ে জনগণের মধ্যে উৎসাহ রয়েছে অনেকটা। তবে কাকে দেখা যাবে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ভূমিকায়? সেটা নিয়েই আগ্রহী দর্শকরা। 

এ বিষয়ে কিংবদন্তি শিল্পীর ছেলে অমিত কুমার আগেই জানিয়েছিলেন যে, তাঁর বাবা অর্থাৎ কিশোর কুমারের বায়োপিক তৈরির পথে। কিন্তু কে, বা কারা সেই বায়োপিক তৈরি করবেন তা নিশ্চিত নয়। কিছুদিন আগেই অমিত কুমার জানিয়েছিলেন যে, তাঁর বাবাকে তাঁর পরিবারের থেকে ভালো কে চিনবে! তাই পারিবারিক উদ্যোগেই তৈরি হবে এই বায়োপিক।

উল্লেখ্য, কিংবদন্তি শিল্পী কিশোর কুমার কে নিয়ে বায়োপিক তৈরি করার কথা ছিল পরিচালক অনুরাগ বসুর। কিশোর কুমারের চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। এছাড়াও পরিচালক সুজিত সরকারের নামও শোনা যায় বায়োপিক তৈরি করার বিষয়ে। তবে এখন দুই পরিচালকই এই প্রজেক্ট থেকে হাত তুলে নিয়েছেন। এখন দেখার পর্দার কিংবদন্তি কে হতে চলেছে।


Post a Comment

Previous Post Next Post