প্রতিনিধি, কলকাতা : সম্প্রতি হাওড়ার শিবপুর এলাকায় এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ ওঠে। জানা যায়, নিজের পালিত পুত্রই সুপারি কিলার দিয়ে খুন করিয়েছে তাঁকে।
যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরমধ্যেই এবার কলকাতা (Kolkata) থেকে দিল্লির (Delhi) এক ব্যবসায়ীকে (businessman) অপহরণের ঘটনায় তোলপাড় হল শহর।
সূত্রের খবর, ইডেন গার্ডেন্স এলাকা থেকে অপহরণ (kidnapping) করে এনে মাদুরদহে (madurdaha) আটকে রাখা হয় তাঁকে। অপহরণকারীদের সেই ডেরা থেকেই কোনওভাবে তিনি কলকাতার পুলিশ কমিশনারের ফোন নম্বর জোগাড় করে তাঁকে উদ্ধারের জন্য কাকুতি-মিনতি করতে থাকেন ব্যবসায়ী। এরপরই তাঁর ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ব্যবসায়ীকে উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দু’সপ্তাহ আগে ব্যবসার কাজে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন ওই ব্যবসায়ী। কাজ ছিল নিউটাউন এলাকায়। অভিযোগ, সেখানে ব্যবসায়িক বিবাদ দেখা দিলে তিনি দিল্লি ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই অপহরণের ঘটনা ঘটে বলে। এক সপ্তাহ আগে হঠাৎই ইডেন গার্ডেন্স এলাকা থেকে তাঁকে অপহরণ করে চার ব্যক্তি। প্রথমে হোটেল ও পরে আনন্দপুর থানা এলাকার মাদুরদহের একটি স্টোর রুমে আটকে রাখা হয় তাঁকে। গতকাল কোনওরকমে কলকাতা পুলিশ কমিশনারের নম্বর জোগাড় করে উদ্ধারের আর্জি জানান ওই ব্যবসায়ী।
এরপরই লালবাজারের তরফে তড়িঘড়ি আনন্দপুর থানায় বিষয়টি জানানো হয়। অপহৃত ব্যবসায়ীর টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেইখানে পৌঁছে যায় পুলিশ। উদ্ধার করা হয় তাঁকে। গ্রেফতার হয় ঘটনার সঙ্গে জড়িত তিনজন। তবে যার নির্দেশে অপহরণের ঘটনা ঘটেছিল সেই মূল ব্যক্তি এখনও পলাতক। তাকে ধরার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ। গোটা বিষয়টি নিয়ে পুলিশের ধারণা, ব্যবসায় টাকাপয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে অশান্তির জন্যই এই অপহরণের ঘটনা ঘটেছে।