বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে জেলা সভাপতি রামপদ দাস, কটাক্ষ তৃনমূল জেলা সভাপতির

In-the-face-of-protests-by-BJP-workers-district-president-Rampad-Das-Trinamool-district-presidents-sarcasm

বিপ্লব দাস, বাগদা : আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শুক্রবার বিজেপি'র পক্ষ থেকে সাংগঠনিক বৈঠক করা হয় বাগদায়। সভা চলাকালীন বিজেপির দু পক্ষের টানা পোড়েনের মাঝে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রাম পদ দাস'কে ঘিরে ক্ষোভ দেখান কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি।

বিজেপি সূত্রে জানা গেছে, শুক্রবার বিজেপির জেলা নেতৃত্বের বৈঠক ডাকা হয়েছিল বাগদা বিদ্যাসাগর একাডেমিতে। এদিনের সভাতে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রাম পদ দাস ও বাগদা দুই নাম্বার মন্ডল বিজেপির সভাপতি হরষিত বালা সহ বিজেপির একাধিক কর্মীরা।

সভা শুরু হওয়ার পরই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। গণ্ডগোলের আকার নেই সভা। সভাপতি রাম পদ দাস'কে ঘিরে ক্ষোভ দেখান কর্মীরা। শুরু হয় দুপক্ষের মধ্যে ঠেলাঠেলি। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি।

অন্যদিকে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপির এখন লোকজন নেই। অসামাজিক লোক জনে ভর্তি সব। রাজ্য থেকে শুরু করে একে অপরের সাথে লড়াই বিজেপির।

Post a Comment

Previous Post Next Post