Samachar Weather Update : রাজ্য জুরে ভারী বৃষ্টি সম্ভাবনা

Heavy-rain-is-likely-across-the-state

সমাচার ওয়েবডেক্স : ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। যদিও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ আসে পাশের একাধিক অঞ্চলে মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ  মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেয় বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলে সূত্র।  গতকাল সর্বোচ্চ ৩৩.৬ ডিগ্রি তাপমাত্রা ছিল রাজ্যে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার।

দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।

Bongaon By-Election : ধৃতিমানেই আস্থা বনগাঁ উপনির্বাচনে সিপিআইএম এর

এছাড়াও, দক্ষিণবঙ্গ বাদে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোচবিহার, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। অন্যদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সুত্রে আবহাওয়া দপ্তর।

Post a Comment

Previous Post Next Post