সমাচার ওয়েবডেক্স : ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর! গুগুলে (GOOGLE) চাকরি করতে চান? আবেদন করুন এক্ষুনি। আসলে গুগল মানেই গোলকধাঁধা। গুগল মানেই একশত শুন্যের একক। আপানার বা আমার এখন যা কিছু জানার তা একটা একটা ক্লিক করলেই হবে। এক কথায় বলতে গেলে গুগল মানেই অজানাকে জানা।
এবার হাতের মুঠোয় সেই গুগল সংস্থায় চাকরি করার সুযোগ। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কারণ সম্প্রতি গুগল চালু করেছে ইন্টার্নশিপ প্রোগ্রাম। তাও আবার ভারতে। গত কয়েকদিন আগে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে ইন্টার্নশিপের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সংস্থার মুখ্য কার্যালয় মারফৎ। বিশ্বের নাম্বার ওয়ান তথ্য প্রযুক্তি সংস্থা গুগলের এই ইন্টার্নশিপ প্রোগ্রামের বিজ্ঞাপনে অবাক হয়েছেন গোটা ভারতবর্ষের মেধাবী ছাত্র-ছাত্রীরা। কারণ সাড়া পৃথিবীর সবচাইতে বড় এবং জনপ্রিয় সংস্থা বলে কথা।
*** নিচে যাবতীয় তথ্য বর্ণনা করা হল ***
গুগল মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, মুলত ভারতের দুটি রাজ্যে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করতে চলেছে গুগল। বর্তমানে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ এবং কর্ণাটকের বেঙ্গালুরুতে চালু হতে চলেছে ইন্টার্নশিপ। প্রথম অবস্থায় মুলত ভারতের দুটি শহরে ইন্টার্নশিপের জন্য কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরবর্তীতে ধাপে ধাপে দেশের আরও কয়েকটি মেট্রোপলিটন শহরে এই প্রোগ্রাম চালু করা হবে বলে জানিয়েছে সংস্থার পক্ষ থেকে।এই ইন্টার্নশিপ প্রোগ্রামে সাড়া দেশের যেকোনো প্রান্তের পড়ুয়ারা আবেদনের সুযোগ পাবেন। তবে আবেদনের ক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা থাকা আবশ্যক। ইন্টার্নশিপ প্রগারম বা প্রশিক্ষণ চলাকালীন পড়ুয়াদের আকর্ষণীয় ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
*** আবেদন পদ্ধতি ***
ইন্টার্নশিপ ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষনে নিযুক্ত হতে চাইলে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে(ONLINE) আবেদন করতে হবে। আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি পূরণ করে, নিজের ছবি যেমন আপলোড করতে হবে তেমনি প্রার্থীর নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে সবশেষে সই স্ক্যান করে তা আবেদন ফর্মে আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
*** নিয়োগ পদ্ধতি ***
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মুল্যয়নের পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষা এবং পারসোনালিটি টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। এ ক্ষেত্রে ইন্টার্নশিপ কর্মসূচীতে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীদের মুলত হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে নিয়োগ করা হবে।
*** ইন্টার্নশিপের মেয়াদ ***
ইন্টার্নশিপ প্রশিক্ষনের সময় সূচিকে সংস্থার পক্ষ থেকে মুলত দুটি সেশনে ভাগ করা হয়েছে। একটি শীতকালীন অন্যটি গ্রীষ্মকালীন। শীতের শুরুতে চালু হওয়া ইন্টার্নশিপ চলবে ২২ থেকে ২৪ সপ্তাহ এবং গ্রীষ্মের শুরুতে চালু হওয়া ইন্টার্নশিপ প্রশিক্ষণ চলবে ১০ থেকে ১২ সপ্তাহ ব্যপি। ইন্টার্নশিপ চলাকালীন পড়ুয়াদের আকর্ষণীয় স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
*** শিক্ষাগত যোগ্যতার ***
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অথবা তথ্য প্রযুক্তি বিষয়ে যেমন দক্ষ হতে হবে ,তেমনি এই বিশয়গুলিএ প্রার্থীর স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীর কম্পিউটার সফটওয়্যার বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কম্পিউটারে কোডিং সিস্টেমে যথেষ্ট দক্ষ হতে হবে।পাশাপাশি প্রার্থীকে ইংরাজি ভাষায় কথা বলা এবং লেখার যোগ্যতা থাকতে হবে।
*** আবেদন লিংক ***
ক্লিক করুন - ১
ক্লিক করুন - ২