গাঁজা পাচারের ছক বানচাল, বাগদায় ধৃত ৫

Ganja-smuggling-scheme-thwarted-held-in-Baghdad-5

প্রতিনিধি, বাগদা : সন্দেহের বশে আটক করতেই উদ্ধার গাঁজার প্যাকেট। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পাকা বাড়ি এলাকায়৷ গ্রেফতার দুই মহিলা সহ পাঁচ জন পাচারকারী।

পাচারকারীদের নাম রবিউল মন্ডল(22), বাড়ি বাগদার মঙ্গলগঞ্জ। আলামিন মন্ডল(২৩), বাড়ি বনগাঁর ঘাটবাওড়। সেলিম মল্লিক(২৫), বাড়ি বাগদার নলডুগরা। সোনালী পোদ্দার(২৮), বাড়ি নদীয়ার কৃষ্ণগঞ্জ এবং সীমা রায়(১৮), বাড়ি নদীয়ার মাঝদিয়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাঁজা ভর্তি প্যাকেট পাচারের সময় স্থানীয়রা সন্দেহ জনকভাবে কয়েক জনকে আটক করতেই উদ্ধার হয় প্যাকেট ভর্তি গাঁজা৷ পুলিশকে খবর দিলে পুলিশ এসে গাজার প্যাকেট গুলি উদ্ধার করে পাঁচজন পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগদা থানার সিন্দ্রানি পার্ক এলাকায় দুই মহিলা সহ তিন জন সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়রা বাগদা থানার পুলিশকে খবর দিতেই পুলিশ হানা দিয়ে ১১ প্যাকেট গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া প্যাকেটে ২২ কেজি ৬১০ গ্রাম গাঁজা মিলেছে বলে জানা গেছে। বাগদা থানার পুলিশ বুধবার বারাসাত আদালতে ধৃত দুই মহিলা সহ মোট পাঁচ জন পাচারকারীকে তোলেন।

Post a Comment

Previous Post Next Post