Monkeypox Virus : করোনার পর প্রথম মাঙ্কিপক্সে মৃত্যু ভারতে! বাড়ছে উদ্বেগ

First-monkeypox-death-in-India-after-Corona

সমাচার ওয়েবডেক্স : করোনার পর মাঙ্কিপক্স (Monkeypox) প্রতিদিন নতুন করে ভয় ধরাচ্ছে। এবার প্রথম মাঙ্কিপক্সে মৃত্যু ভারতে! মাঙ্কিপক্স রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কেরলের বাসিন্দা ২২ বছরের যুবকের। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাজের সূত্রে বিদেশে ছিলেন ওই যুবক। বিদেশে থাকাকালীন তাঁর শরীরে থাবা বসিয়েছিল এই ভাইরাস । পজিটিভ ছিল রিপোর্ট। কেরলের এক নার্সিংহোমে শনিবার  মৃত্যু হয় ওই যুবকের।

First-monkeypox-death-in-India-after-Corona

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কেরলের বাসিন্দা ওই যুবক। কাজের সূত্রে দীর্ঘদিন আরব আমিরশাহি তে ছিলেন। গত ২২ জুলাই দেশে ফেরেন তিনি। আসার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথেই ভর্তি করা হয় স্থানীয় নার্সিংহোমে। ওখানেই চিকিৎসাধীন ছিলেন সেই যুবক। শনিবার মৃত্যু হয় তাঁর। নার্সিংহোম সূত্রে জানা গেছে, মাঙ্কিপক্সের কোনও লক্ষণ ছিল না যুবকের শরীরে। অন্যদিকে, পরিবারের সূত্রে শনিবার হাসপাতালে জানানো হয় বিদেশে থাকাকালীন আক্রান্ত হয় সে। তার পরই উদ্বেগ বাড়ে।

তাহলে কী মাঙ্কিপক্স এর কারণেই মৃত্যু হল যুবকের? যদিও এখনও তার কোনও সদুত্তর মেলেনি নার্সিংহোম সূত্রে। কেরলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলোজিতে মৃত দেহের নমুনা পাঠানো হয়েছে। তারপরেই জানা যাবে আসল মৃত্যুর কারণ। তবে এই মৃত্যু মাঙ্কিপক্সের কারণে হয়ে থাকলে ভারতের প্রথম ঘটনা এটি। করোনার পর  উদ্বেগ বাড়াবে মাঙ্কিপক্স।

Post a Comment

Previous Post Next Post