সমাচার ওয়েবডেস্ক : আশঙ্কাই সত্যি। এবার ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে নির্বাসিত করল ফিফা কর্তৃপক্ষ। ডুরান্ড কাপ শুরুর আগের দিনই ভারতীয় ফুটবলের উপর নেমে এল নির্বাসনের খাঁড়া। FIFA কাউন্সিল এর পক্ষ থেকে কারন স্বরূপ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ বলে জানানো হয়েছে। সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ সংকটের কালো আঁধারে।
এছাড়াও এবছর ভারতে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ফিফার এই নির্দেশের পর বিশ্বকাপ আয়োজনও স্থগিত হল।
ফিফা কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এই সাসপেনশন। কয়েক মাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়াক্ষেত্রে ফিফার নিয়ম অনুযায়ী এই নির্দেশ আইন উলঙ্ঘন। প্রশাসক কমিটির হস্তক্ষেপ নিয়ম বিরুদ্ধ বলে জানিয়ে শাস্তি স্বরূপ ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা। এই নির্বাসন বিবৃতি প্রকাশের সময় থেকেই কার্যকরী।
প্রসঙ্গত, ভারতকে ব্যান করার প্রধান কারণ বলা হচ্ছে AIFF-এর কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। আর এখানে তৃতীয় পক্ষ হল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন AIFF-এ নির্বাচন নেই। ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের মেয়াদ শেষ হলেও তিনি পদে বসেছিলেন। এরপর আসরে নামে সুপ্রিম কোর্ট। তিন সদস্যের কমিটি তৈরি করে। যাদের কাজ ছিল AIFF-এর সংবিধান সংশোধন করে নির্বাচন করানো। যদিও ১৮ মে কমিটি গঠন হলেও এখনও পর্যন্ত কমিটি কোনও পদক্ষেপ নিতে পারেনি নির্বাচন নিয়ে।
দেখুন ভিডিও
তবে এই নির্বাসন তাৎক্ষণিক। ফিফার দেওয়া অনুযায়ী, যতদিন পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের পরিচালন ক্ষমতা তাদের নিজেদের প্রশাসকের হাতে ফিরে না আসছে, ততদিন অবধি এই নির্বাসন কার্যকরী থাকবে বলে জানো হয়েছে৷
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি ইতিমধ্যেই দ্রুত ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৎপর হয়েছে। এই নির্বাচন চলতি মাসেরই ২৮ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে আপাতত কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না ভারত। এমনকী কোনও বিদেশি ক্লাবও তাদের সঙ্গে চুক্তি করতে পারবে না। এখানে খেলতে আসা চুক্তিবদ্ধ বিদেশি ফুটবলাররাও কোনও ক্লাবে খেলতে পারবেন না বলে জানিয়েছে ফিফা কর্তৃপক্ষ।