প্রতিনিধি, কলকাতা : কলকাতার বেলেঘাটায় মাটি খুঁড়তেই ঘটে ব্যাপক বিস্ফোরণ। চাঞ্চল্য গোটা এলাকায়। বিস্ফোরণে উড়ে গেছে এক শ্রমিকের হাত। জখম হয়েছেন স্থানীয় আরও এক। সোমবার আহতদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ বাহিনী।
স্থানীয় সুত্রে জানা গেছে, বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের সরকার বাজারের বালির মাঠ এলাকায় একটি ফ্ল্যাট তৈরির কাজ চলছিল। সেই কাজের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
বিকট শব্দ শুনে ছুটে এসে স্থানীয়রা দেখেন ওই ফ্ল্যাটের জমিতে দু’জন আহত অবস্থায় পড়ে আছেন। তাঁদের মধ্যে একজনের হাত কব্জি থেকে উড়ে গেছে। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় বেলেঘাটা থানায়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় এনআরএস হাসপাতালে।
পুলিশ সুত্রে জানা গেছে, যে শ্রমিকের হাত উড়ে গেছে তাঁর নাম লোকনাথ। এই বিস্ফোরণে তন্ময় প্রামাণিক নামে স্থানীয় এক ব্যক্তিও আহত হন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা। পুলিশের প্রাথমিক অনুমান, সকেট বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।
দিনেদুপুরে এমন জনবহুল এলাকায় বিস্ফোরণ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।