বাগদায় খুঁটিপুজো দিয়ে দুর্গোৎসবের সূচনা চরমন্ডল সুকান্ত ক্লাবে

Durgotsav-begins-with-Khotipujo-in-Baghdad-at-Charmandal-Sukanta-Club

আয়ুষ দে, বাগদা : শরৎ এর শুরুতেই শারদ উৎসবের প্রস্তুতি। খুঁটি পুজো হল বাগদার চরমন্ডল সুকান্ত ক্লাবের৷ এ বার চরমন্ডল সুকান্ত ক্লাবের  দুর্গা পুজোর থিম দিল্লির বিড়লা লক্ষ্মী নারায়ন মন্দির।

বৃহস্পতিবার ক্লাব সদস্যরা মিলিত হয়ে খুঁটি পুজো করেন৷ এই পুজোর প্রধান উদ্যোক্তা বিশিষ্ট ব্যাবসায়ী কার্তিক চন্দ্র বিশ্বাস৷ এবারের চরমন্ডল সুকান্ত ক্লাবের দুর্গা পুজো ৫৯ তম বছরে পড়েছে৷ প্রতিবারই এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান দেখতে চরমন্ডল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় দেখা যায়।

আয়োজক সংস্থার সভাপতি কার্তিক বিশ্বাস বলেন, আমাদের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষদের জন্য প্রতিবছর ভালো পুজো উপহার দেওয়ার চেষ্টা করি।  তাই দিন দিন দর্শনার্থীদের প্রত্যাশা বাড়ছে, সে কথা মাথায় রেখে এবার আমরা দর্শনার্থীদের জন্য আরো ভালো পুজো উপহার দেওয়ার চেষ্টা করছি।

সাথেই এই পুজো উপলক্ষে ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত বস্ত্র দান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ক্লাব প্রাঙ্গনে। আমাদের ক্লাবের পাশাপাশি এই পুজোয় বিশেষভাবে সহায়তা করেন চরমণ্ডল বাজার ব্যবসায়ী বৃন্দ ও চরমণ্ডল গ্রামবাসীবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post