মাস্টারমশাই এর মৃত্যুতে ডিজে বাজিয়ে শেষকৃত্য, বয়েস হয়েছিল ১১৯ বছর

DJ-played-the-last-rites-on-the-death-of-Master-Mashai-aged-119-years

প্রতিনিধি, হাবরা : ছোট থেকেয় গান বাজনার প্রতি ন্যাক ছিল তাঁর। তাঁর মৃত্যুতে চোখে জল থাকলেও ডিজে বাজিয়ে নাচতে নাচতে শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর নাতি নাতনিরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরা থানার কুমড়া পঞ্চায়েতের বারুইপাড়া এলাকার। মৃত বৃদ্ধের নাম দেবেন হাজরা।

বর্তমান সময়ে যেখানে মানুষ ষাট বছর পেরতেই হিমশিম খাচ্ছে, সেখানে একশ উনিশ বছর বয়েসে মৃত্যু হল দেবেন বাবুর। মৃত্যুকালে তাঁর বয়েস ১১৯ বছর হওয়ায় পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ডিজের গানে নেচে তাঁর শেষ যাত্রায় সামিল হলেন।

রবিবার দেবেন বাবুর মৃত্যুতে একদিকে ডিজে বক্স এবং অন্যদিকে খোল করতাল বাজিয়ে আনন্দ করতে করতে পরিবারের লোক ও গ্রামবাসীরা শ্মশান ঘাটে উদ্দেশ্যে রওনা দেন। পরিবার সূত্রে জানা গেছে, বাংলার ১৩১০ খ্রিস্টাব্দে জন্ম দেবেন বাবুর। মৃত্যু ১৪২৯ খ্রিস্টাব্দে। কুমড়া পঞ্চায়েতের বারুইপাড়া নামক একটি ছোট্ট গ্রামে প্রায় ৫০০ জন নিজের পরিবারের লোকজন। যার মধ্যে রয়েছে প্রায় দেড়শ নাতি নাতনি। আর তাদের আবদার মেনেই দাদুর শেষকৃত্যে ডিজেগান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবেন বাবু যাত্রা প্রিয় মানুষ ছিলেন। যাত্রা করার তাগিদে এ গ্রাম থেকে সে গ্রামে ঘুরে বেড়াতেন তিনি। আর তখন থেকেই যাত্রাগুরু হিসেবে মাস্টারমশাই নামে পঞ্চায়েতের দেবেন হাজরা। তাঁর মৃত্যুর পরেও দেখা গেল প্রায় কয়েক হাজার মানুষের ভির।

Post a Comment

Previous Post Next Post