সমাচার ওয়েবডেস্ক : এবার বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের নিয়ম। অ্যাকাউন্টে ঢুকতে গেলে লাগবে পাসওয়ার্ড।
প্রসঙ্গত, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো নেটমাধ্যমে নিজের অ্যাকাউন্টে ঢুকতে গেলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে হোয়াটসঅ্যাপও।
মূলত ব্যবহারকারীদের হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতেই এই পথে যাওয়ার কথা ভাবছেন মেটা অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, লগ ইন করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। অচেনা কোনও যন্ত্র থেকে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যাবে বার্তা।
যাঁরা মোবাইল কিংবা কম্পিউটার বদল করেন এই ব্যবস্থা এলে তাঁদের পক্ষেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা অনেক বেশি নিরাপদ হবে বলে দাবি সংস্থার। যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।