পারিজা পাঠক, গাইঘাটা : দিনের পর দিন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বাগদাতে গণধর্ষণের প্রতিবাদে গাইঘাটাতে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ও বাগদাতে ৫ বছরে শিশুর সামনে মাকে গণধর্ষণের প্রতিবাদে গাইঘাটা থানার সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু করে গাইঘাটা বাজার এসে প্রতিবাদ মিছিল শেষে হয। দেখুন ভিডিও...
তারপর মিছিল শেষে গাইঘাটা বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
মিছিল শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ধর্ষণে কলকাতা থেকে দিল্লি এগিয়ে।
এই প্রশ্নের উত্তরে বলেন ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে পঞ্চায়েতে ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করেছে। মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে একটার পর একটা সামাজিক প্রকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ও সামাজিক স্বীকৃতি পেলে মহিলাদের সম্মান বৃদ্ধি হয়। সেটাই হয়েছে রাজ্যে।
এখানে কোন অন্যায় কাজ হলে প্রশ্রয় দেওয়া হয় না। এছাড়াও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে এই প্রসঙ্গে তিনি বলেন আমরা আগেই বলেছিলাম আমরা একটা কিছু বললে ওরা একটা কিছু পাঠাবে। এটা সারা দেশের লোক দেখছে। অবান্তর কাজ করছে। তদন্তটাকে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে। তদন্ত করতে করতে একটার পর একটা অস্ত্র বের করছে এই অস্ত্র ভোতা হয়ে যাবে।