Kunal Ghosh : পার্থ বিতর্কে তৃণমূল মুখপাত্র পদ থেকে ‘সেন্সর’ কুণালকে, দলের এখনও সম্পদ পার্থ'ই?

Censor-Kunal-from-Trinamool-spokesperson-position-in-Parth-controversy

সমাচার ওয়েবডেস্ক : এবার তৃণমূল দল থেকে সেন্সর করা হল দলেরই মুখপাত্র কুণাল ঘোষকে। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে অপ্রাসঙ্গিক বিতর্কিত মন্তব্য করায় সেন্সর করা হয়েছে কুণাল ঘোষকে।

তৃণমূলের প্রাক্তন জেল বন্দী নেতা কুণাল ঘোষ এখন তৃণমূলেই মুখপাত্র। কুণাল ঘোষ বরাবরই নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে জাহির করেন৷ সেই কুণাল ঘোষকে এবার পড়তে হল দলের ‘সেন্সরে’র মুখে৷ প্রসঙ্গ পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ, গত শুক্রবার আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ সামনে আসার পরই সেইদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রীতিমতো রাজ্য কারা দফতরকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়! পার্থ যেন বাড়তি সুবিধা না পান৷ তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না৷

তিনি বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে! আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়!’’ দলীয় সূত্রের জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে মুখ খোলার জেরেই আগামী ১৫ দিনের জন্য দলের মুখপাত্র পদ থেকে সেন্সর করা হয়েছে কুণালকে৷ 

প্রসঙ্গত, দলের একাংশের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনত এখনও এমন প্রমাণ ইডি সামনে আনতে পারেনি যাতে বলা যায় তিনি কোনও অপরাধের সঙ্গে যুক্ত৷ তাছাড়া যে টাকা, গয়না উদ্ধার হয়েছে সেগুলি কোনওটিই পার্থর বাড়ি থেকে পাওয়া যায়নি৷ যেহেতু গুরুতর অভিযোগ উঠেছে, তাই তাঁকে মন্ত্রিসভা এবং দলের পদাধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এছাড়াও, কুণাল এই সুযোগে ব্যক্তি আক্রোশ মেটাতে চাইছেন পার্থ'র উপর। তাই তাঁকে ‘সেন্সর’ করে সতর্ক করা হয়েছে দল থেকে৷

Post a Comment

Previous Post Next Post