প্রতিনিধি, বনগাঁ : প্রায় দেড় বছর ধরে ভাঙাচোরা অবস্থা পরে রয়েছে এলাকার দুটি আইসিডিএস সেন্টার। প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা। সোমবার সকালে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চৌবেড়িয়া পঞ্চায়েতের শেরপুর গ্রামে দুটি অঙ্গনারী সেন্টার সংস্কারের দাবিতে বিক্ষোভ জানায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার দুটি আইসিডিএস অঙ্গনারী সেন্টার আমফান ঝড়ের পর থেকে ভেঙেচুরে পড়ে রয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও হয়নি সংস্কার। এবার সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দারা।
এদিন স্থানীয় বাসিন্দারা হাতে প্লাকার নিয়ে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, দুটি অঙ্গনাওয়ারী কেন্দ্রে প্রায় দুইশত শিশু পড়েন। সেন্টার গুলি ভাঙাচোরা হওয়ায় অন্যথায় ক্লাস করতে শিশুদের। শিশুদের রান্নাও চলে খোলা আকাশের নিচে।