সমাচার ওয়েবডেস্ক : শহরে ফের মেট্রো বিভ্রাট। সমস্যায় নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের দাবি, দমদম মেট্রো স্টেশন থেকে দুপুর ১ টার পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এদিন নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালিং-এর বেশ কিছু সমস্যা দেখা যায়। যার জেরে ব্যাহত হয় মেট্রো রেলের ডাউন লাইনের চলাচল। সমস্যা দেখা দিলে দমদম থেকে সমস্ত মেট্রো ডাউন লাইনের রেককে ঘুরিয়ে আপ লাইনে করে দেওয়া হয়।
যদিও এ বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করা হবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছেন রেল আধিকারিকরা। তবে এই পরিস্থিতিতে প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা।
এর আগেও বেশ কয়েকদিনে আগেই নোয়াপাড়া মেট্রো স্টেশনে না থেমেই সোজা বেরিয়ে গিয়েছিল মেট্রো। তারপর সোজা দিয়ে থামে বরাহনগরে। যদিও পরে জানা গেছিল মেট্রোর গেট না খোলার কারণেই ওই রেকটিকে নোয়াপাড়ায় থামানো যায়নি।