সমাচার ওয়েবডেস্ক : উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ছবি দিয়ে বনগাঁর বিভিন্ন জায়গায় পড়লো ফ্লেক্স। বিজেপি বিধায়কের নামে কুকীর্তির অভিযোগ এনে বেশকিছু নথি সহকারে এই ফ্লেক্স টানানো হয়েছে গোটা বনগাঁ শহরে।
দেখুন ভিডিও
শুক্রবার সকাল থেকে ফ্লেক্স গুলি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। ফ্লেক্স পড়া নিয়ে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, তৃণমূলের কুকীর্তির বিরুদ্ধে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচারে গিয়ে আঙুল তুলেছিলাম, তাই তৃণমূল আমার বিরুদ্ধে ফ্লেক্স ফেলেছে। যে অভিযোগ এনে ফ্লেক্সে দিয়েছে তার কোন ভিত্তি নেই।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করে বলেন, কাচের ঘর থেকে ঢিল ছুড়তে নেই। অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে ওকে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ্ছি।
আগামী রবিবার উপনির্বাচন বনগাঁয়। তার আগেই এই বিষয় নিয়ে বনগাঁয় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।