Bongaon By-Election : উপনির্বাচনে অবাধ সন্ত্রাসের আশঙ্কায় স্মারকলিপি বিজেপির

BJPs-memorandum-fearing-unrestrained-terrorism-in-the-by-elections

সায়ন ঘোষ, বনগাঁ : রাত পোহালেই উপনির্বাচন উত্তর ২৪ পরগণার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। গতকাল, শুক্রবারই শেষ হয়েছে নির্বাচনী প্রচার। এবার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের  উপনির্বাচনের ভোটে অবাধ সন্ত্রাসের আশঙ্কা করছেন বিরোধীরা৷

শনিবার দুপুরে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বনগাঁ পুলিশ সুপার, বনগাঁ মহকুমা শাসক সহ বনগাঁ থানায় একটি স্মারকলিপি জমা দেন৷

এদিন প্রতিনিধি দলে ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া সহ বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার৷ বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস বলেন, "এখন রাজ্যের অনেক পরিস্থিতি বদলেছে। তৃণমূল জানে ওরা জিততে পারবে না। তাই ওরা অবাধ সন্ত্রাসের পরিকল্পনা করছে৷ 

প্রসঙ্গত, গত পৌরভোটে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এবারের উপনিবার্চনে কি হয় সেটা সময়ের অপেক্ষা।

Post a Comment

Previous Post Next Post