Chief Minister : মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ

Attack-on-the-CMs-convoy-the-glass-of-the-car-was-broken

সমাচার ওয়েবডেস্ক : রাস্তায় মুখ্যমন্ত্রীর  কনভয়কে লক্ষ করে পাথর বর্ষন। ঘটনাটি বিহারের পাটনার ঘটনা।

রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়কে লক্ষ করে  স্থানীয় কিছু লোক লাঠি, পাথর দিয়ে হামলা শুরু করেন। যদিও ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী।

ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ছড়িয়ে পড়েছে তা। ভিডিও সুত্রে দেখা যাচ্ছে, জনবহুল রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় স্থানীয় কিছু লোক লাঠি, পাথর দিয়ে হামলা শুরু করেন। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে পড়ে।

তারপর আশপাশ থেকে দলে দলে আরও লোক ছুটে এসে কনভয়ের গাড়িতে পাথর ছুড়তে থাকেন। রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিতে দেখা যায় মহিলাদেরও।

যদিও, কি কারনে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালানো হল, সেটির নির্দিষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সুত্রে জানা গেছে, যে এলাকায় হামলা চালানো হয়েছে, কিছু দিন আগে সেই এলাকারই এক যুবক নিখোঁজ হন। সেই ক্ষোভ থেকেই মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসের ১০ তারিখ বিজেপি থেকে  আরজেডির সঙ্গে ‘মহাগঠবন্ধন’ সরকার গড়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কয়েকদিন আগেই নতুন সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণও হয়েছে। আর ১০ দিনের ব্যাবধানেই মুখ্যমন্ত্রীর উপর হামলার হল।


Post a Comment

Previous Post Next Post