পারিজা পাঠক, গাইঘাটা : গাইঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের সামনে ফের শিরীষ গাছের ডাল ভেঙে পড়ে বিপত্তি, আহত এক। ব্যাহত হলো যান চলাচল। ক্ষুদ্ধ বাসিন্দারা অবরোধ করলো যশোর রোড। কয়েক মাস আগেই গাইঘাটা ব্লক অফিস সংলগ্ন এলাকায় যশোর রোডের পাশের শতাব্দী প্রাচীন শিরীষ গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
ফের বিডিও অফিস সংলগ্ন এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উত্তেজনা ছড়ালো এলাকায়।ঘটনা সূত্রে জানা গিয়েছে বৃহস্পতি বার বেলা সাড়ে বারোটা নাগাদ আচমকাই এই গাছের ডাল ভেঙে পড়ার পর উত্তেজিত বাসিন্দারা যশোর রোড অবরোধ করে।
জাতীয় সড়ক আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়ার জন্য হাজির হয়, গাইঘাটা থানার ট্রাফিক গার্ডের পুলিশ। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। বারংবার যশোর রোডের ওপর শিরীষ গাছের ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটেই চলেছে। যা নিয়ে এর আগেও বেশ কয়েকবার সরব হয়েছেন স্থানীয়রা।
অবশ্য প্রশাসনের তরফ থেকে এই ঝুঁকিপূর্ণ গাছের ডাল কাটার কাজ আগেই শুরু হয়েছে এবং সেই কাজও চলছে। তারই মধ্যে এই ঘটনায় ফের বিপত্তি ঘটলো চাঁদপাড়ায়। এই বিষয়ে ক্ষুদ্ধ স্থানীয়রা বলেন," এর আগেও বেশ কয়েকবার শিরীষ গাছের ডাল ভেঙে পরে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার পরেও হুশ ফেরেনি প্রশাসনের। ডাল ভেঙে পড়লে কিছুদিন গাছের ডাল কাটার কাজ চলে কিন্তু, তারপর তা বন্ধ হয়ে যায়।"
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন।