সায়ন ঘোষ, বনগাঁ : রাজনৈতিক সংগঠন বা কোনো সংস্থার মাধ্যমের প্রয়োজন পড়েনা মানুষের পাশে থাকার জন্য। শুধুমাত্র লাগে ইচ্ছে শক্তি। হ্যাঁ! এমন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়েই প্রায় ৬০০ জন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো বনগাঁর এক ঝাঁক পড়ুয়া।
প্রতি বছরের মতো এবছরও মঙ্গলবার উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর কয়েকজন কলেজ পড়ুয়ারা মিলে প্রায় ৬০০ জন দুঃস্থ মানুষের এক বেলার খাবারের দায়িত্ব নিল। পাশাপাশি স্থানীয় শিশুদের হাতে তুলে দিল আঁকার সরঞ্জাম।
অনুপম, সুদীপ্ত , প্রিয়, জিৎ, রোহণ, মথুরেশ, রিতম, চয়ন, রকি, রানা, সায়ন, অনির্বাণ , সবুজ , দ্বীপরাজ , সৌমিলি, স্নেহা , সোনালী'র মতো একাধিক পড়ুয়ারা তাঁদের জমানো হাত খরচের টাকা দিয়ে প্রায় ৬০০ জন মানুষের মুখে এক বেলার খাবার তুলে দেয়। যদিও তাঁদের উদ্যোগে সামিল হয়েছিল বনগাঁর একাধিক সাধারন মানুষ।
পড়ুয়াদের পক্ষ থেকে মঙ্গলবার বনগাঁ কালিতলা সংলগ্ন এলাকা থেকে শুরু করে প্রতাপনগর সহ একাধিক এলাকার আর্থিক ভাবে পিছিয়ে পরা দুঃস্থ পরিবারের মানুষদের খাবার তুলে দেওয়া হয়।
পড়ুয়াদের পক্ষ থেকে অনুপম রায় বলেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি নিজের পকেট থেকে খরচা করে এটি করার। এছাড়াও এই কাজে উৎসাহিত করতে একাধিক মানুষ আমাদের সাহায্য করেছেন।
পড়ুয়াদের এমন কাজে খুশি এলাকার মানুষ।