Purbasthali Bird Sanctuary : পাখিরালয়ে ঘুরতে এসে উল্টে গেল পর্যটক বোঝায় নৌকা, মৃত্য ও নিখোঁজ ১

A-boat-loaded-with-tourists-capsized-while-visiting-Pakhiralai

পারিজা পাঠক, পূর্ব বর্ধমান : পাখি প্রেমীদের কাছে পূর্বস্থলী স্বর্গ রাজ্য। সেখানেই দুর্ঘটনার কবলে পর্যটকরা। পাখিরালয়ে ঘুরতে গিয়ে নৌকা থেকে জলে পরে মৃত ১ পর্যটকের। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি ছাড়িগঙ্গা এলাকায় ঘটেছে।

সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে পাখি দেখার জন্য মোট চার জন পর্যটক পূর্বস্থলীর চুপি ছাড়িগঙ্গা নৌকা ভ্রমণে বেড়য়। তাঁদের নাম তন্ময় শীল শর্মা, তনয় মাঝি, সৈকত চট্টোপাধ্যায় এবং সৌরভ ভট্টাচার্য। প্রত্যেকের বয়স ৪০ বছরের আসে পাশে।

আচমকায় নৌকা ভ্রমণের সময় তাঁদের নৌকা উল্টে যায় জলে। মাঝি সহ মোট পাঁচজনই জলে পড়ে যান। সঙ্গে সঙ্গে দুই জনকে তুলতে সক্ষম হলেও, আর দুই জনকে খুঁজে পাওয়া যায়নি। 


খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে আসেন পূর্বস্থলী থানার পুলিশ। পুলিশের সহযোগিতায় শনিবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে নিখোঁজ দুই জনের মধ্যে একজন কে উদ্ধার করে পূর্বস্থলী থানার পুলিশ।

স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, মাঝি এবং ওই নৌকায় থাকা দুজনকে উদ্ধার করা হয় প্রায় সঙ্গে সঙ্গেই। কিন্তু বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু শনিবার রাত পর্যন্ত আরও একজন পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। 

অন্যদিকে স্থানীয়রা বলেন, ভ্রমণকারীর চারজনই নেশাগ্রস্ত ছিলেন। কৃষ্ণনগরে প্রত্যেকের বাড়ি। মাঝি সহ বাকিদের উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে পাঠানো হয় শনিবার রাতেই। কি কারণে আচমকায় নৌকা উল্টে গেল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ। ঘটনার জেড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Post a Comment

Previous Post Next Post