সমাচার ওয়েবডেস্ক : সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ক্ষেত্রে এই অবস্থার আরও শোচনীয় হাল দেখা গিয়েছিল গোটা বিশ্ব জুড়েই। বেহাল অর্থনীতির কারণে গত দু'বছরে তালা পড়েছে গোটা বিশ্বের বহু নামি -বেনামী বেসরকারি সংস্থায়। কিন্তু চলতি বছরের শুরুতে উদ্ভুত পরিস্থিতি বেশ কিছুটা স্থিমিত হওয়ায় বিগত দু'বছরের আর্থিক ধাক্কা সামলে কর্মী (RECRUITMENT) নিয়োগে জোড় দিয়েছে একাধিক বেসরকারি সংস্থা।
পাশাপাশি কোভিড পরিস্থিতির মাঝেও ২০২০-২১ অর্থ বর্ষেও বেশ কিছু বেসরকারি সংস্থা আর্থিক দৈনতার মধ্যে হাবু ডুবু খেলেও কোনও রকমে জোড়া তালি দিয়ে চালিয়ে গিয়েছেন তাঁদের সংস্থার উৎপাদন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া।
অতিমারি চলাকালীন ২০২০-২১ অর্থবর্ষে বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগের পরিসংখ্যান ঘাঁটলে দেখে যাবে, ওই সময় দেশের মোট আট টি বেসরকারি সংস্থায় 3 লাখেরও বেশি কর্মী নিয়োগ হয়েছে। ওই সব নিয়োগকারী বেসরকারি সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, অতিমারি চলাকালীন যে মাত্রায় কর্মী নিয়োগ করা হয়েছে তার থেকে আগামী বছরগুলিতে কর্মী নিয়োগের সংখ্যা বাড়ানো হবে কয়েকগুন।
২০২২-২১ অর্থ বর্ষে অতিমারির ভরা কোটাল চলাকালীন কিংবা তারপর চলতি বছরের শুরু থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশ্বের একাধিক সংস্থাকে এক ধাক্কায় অনেকটাই পিছনে ফেলে দিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স (RELIANCE) গোষ্ঠী। এমনকি অতিমারির সময়ও রিলায়েন্স গোষ্ঠী নিয়োগ করেছে এক লক্ষেরও বেশি কর্মী। অবশ্য তার আগের বছর এই সংখ্যা ৪০ হাজারের কোটা পার করতে পারেনি।
এ বিষয়ে গত তিন বছরের কর্মী নিয়োগের গ্রাফ ঘেঁটে দেখা গিয়েছে, সেই তালিকায় রিলায়েন্স গোষ্ঠীর পরেই রয়েছে চির পরিচিত টাটা (TATA) গোষ্ঠীর নাম। সম্প্রতি টাটা গোষ্ঠী তাদের তথ্য প্রযুক্তি শিল্পে টিসিএস অর্থাৎ ( TATA CONSULTENCY SERVICE)- -এ 50 হাজার কর্মী নিয়োগের (RECRUITMENT) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমনকি অতিমারি চলাকালীন টাটা গোষ্ঠী তাঁদের তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস (TCS) - এ এক লক্ষেরও বেশি কর্মী নিয়োগ করেছিল। পাশাপাশি বিগর দু'বছরের অতিমারির ধাক্কা সামলে চলতি আর্থিক বর্ষে এই নিয়োগ প্রক্রিয়া আরও কয়েকগুন বাড়ানো হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে সস্থার তরফ থেকে।
অর্থাৎ সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী অর্থ বর্ষের মধ্যেই তিন লক্ষ কর্মী নিয়োগ করবে টাটা, রিলায়েন্স এর মতো আরও আট বেসরকারি সংস্থা। বেকার চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগ যে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য।