জানেন কী ? কলকাতা পুলিশ খাকির বদলে কেন সাদা ইউনিফর্ম পরে ! না জানলে জেনে নিন

Why-Kolkata-police-wear-white-uniform-instead-of-khaki


ওয়েব ডেস্ক : দেশের সীমান্ত রক্ষায় আমাদের বাহিনী সীমান্তে মোতায়েন রয়েছে। একই সময়ে, দেশের অভ্যন্তরে নিরাপত্তার জন্য রাজ্যগুলিতে পুলিশ মোতায়েন রয়েছে। দেশের বেশিরভাগ রাজ্যে পুলিশের ইউনিফর্ম সাধারণত একই রঙের হয় অর্থাৎ খাকি। কিন্তু দেশে এমন একটি রাজ্যও রয়েছে যেখানে পুলিশ সদস্যরা খাকি নয়, সাদা ইউনিফর্ম পরেন। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের কথা বলছি। যদিও পশ্চিমবঙ্গের পুলিশরাও খাকি ইউনিফর্ম পরে। এর পাশাপাশি সেখানে সাদা ইউনিফর্মও পরা হয়।
বাংলায় পুলিশের সাদা ইউনিফর্মের কারণ জানতে ইতিহাসের কিছু পাতা উল্টাতে হবে। আসলে বেঙ্গল পুলিশের ইউনিফর্মের এই রঙ ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। কলকাতা পুলিশ ১৮৪৫ সালে গঠিত হয়েছিল। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয় কিন্তু ব্রিটিশরা কলকাতা পুলিশের উপর তাদের চিহ্ন রেখে যায়। ব্রিটিশরা পুলিশের ইউনিফর্মের সাদা রং বেছে নিয়েছিল।
সাদা রঙের ইউনিফর্মের পেছনে যে বিশেষ কোনো কারণ ছিল তা নয়। আসলে, কলকাতা সমুদ্রের তীরে অবস্থিত একটি রাজ্য। এমন পরিস্থিতিতে সারা বছরই এখানে তাপ ও আর্দ্রতা থাকে। এমন পরিস্থিতিতে সাদা রং বেছে নেয় ব্রিটিশরা। সাদা রঙ তাপ প্রতিফলিত করে। সাদা ইউনিফর্মের কারণে পুলিশ সদস্যরা সবচেয়ে কম গরম অনুভব করেন। এই কারণেই বেঙ্গল পুলিশ খাকি ইউনিফর্ম ব্যবহার করে কিন্তু কলকাতা পুলিশ সাদা ইউনিফর্ম পরে।
ব্রিটিশরাও দেশে পুলিশের খাকি ইউনিফর্মের প্রবণতা শুরু করেছিল। আসলে আগে শুধু সাদা রঙের ইউনিফর্ম থাকত, কিন্তু ডিউটির সময় নোংরা হয়ে যেত। এরপর ব্রিটিশরা ইউনিফর্মে রঙ করা শুরু করে। সাদা ইউনিফর্মে বিভিন্ন রঙের প্রয়োগের কারণে সৈনিকদের ইউনিফর্ম বিভিন্ন রঙে দেখা যেত। এমতাবস্থায় লোকটি যে পুলিশ সদস্য তা শনাক্ত করা কঠিন ছিল। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য, ব্রিটিশ অফিসাররা খাকি রঙের ইউনিফর্ম তৈরি করেছিল, যাতে তারা তাড়াতাড়ি নোংরা না হয়। ইতিহাস অনুযায়ী ১৮৪৭ সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেন প্রথমবারের মতো খাকি ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

Post a Comment

Previous Post Next Post