প্রতিনিধি, কলকাতা : এবার বিস্ফোরক তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করে পার্থকে দলের সমস্ত পদ থেকে সরানোর দাবি কুণালের। তাঁর দাবি, পার্থকে দলের সমস্ত পদ থেকে সরানো হোক। মন্ত্রিত্ব থেকেও সরানো হোক পার্থকে। তিনি বলেন, “যদি আমি ভুল বলে থাকি, আমাকে সরানো হোক।” তবে তারপরও তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে কাজ করবেন বলেও টুইটে লিখেছেন।
Partha Chatterjee should be removed from ministry and all party posts immediately. He should be expelled.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 28, 2022
If this statement considered wrong, party has every right to remove me from all posts. I shall continue as a soldier of @AITCofficial.
তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। কাল রাতেই বিভিন্ন সংবাদমাধ্যমে শোনা যাচ্ছিল পার্থর বিরুদ্ধে মন্তব্য। আজ সকালে প্রকাশ্যে দাবি তুললেন দলের মহাসচিবকে বহিষ্কারের জন্য। যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত না নিলেও, কুনাল ঘোষ কে এটি বলার? এমনই মন্তব্য করছেন দলের একাংশ।