মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিছুক্ষনের মধ্যেই বৈঠক, শিল্পদফতরের দায়িত্ব নিচ্ছেন মমতা?

The-meeting-will-be-held-shortly-under-the-leadership-of-the-Chief-Minister

সমাচার ওয়েবডেক্স : আর কিছুক্ষনের মধ্যেই রাজ্য কমিটির শিল্প প্রোমোশন বোর্ডের বৈঠক। এসএসসি দুর্নীতি মামলায়  তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে পার্থের অনুপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে হতে চলেছে এই বৈঠক।  তাহলে এবার কী শিল্প দফতরের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 

এসএসসি দুর্নীতি মামলায় পার্থের গ্রেফতারিতে আজকের বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে প্রশাসনিক মহল।  মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের সময় বোর্ডের বৈঠক এর কথা। বৈঠকে রাজ্যের শিল্প ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। তবে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ধৃত পার্থকে নিয়ে কোনও আলোচনা করেন কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে।

KUNAL GHOSH : পার্থকে বহিষ্কারের দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের

অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বৃহস্পতিবার সকালে পার্থকে দল থেকেই বহিষ্কারের দাবি তুলে টুইট করেছেন। এই পরিস্থিতিতে আজকের বৈঠক তাৎপর্যপূর্ণ।

প্রশাসনিক মহলের সূত্রে, পার্থর হাত থেকে শিল্পমন্ত্রকের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজে নিতে তুলে নিতে পারেন। সাথেই বাকি তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় দফতর নিয়েও পর্যালোচনা করা হবে আজকের বৈঠকে।

Post a Comment

Previous Post Next Post