সায়ন ঘোষ, বনগাঁ : আর ঘরে ফেরা হলনা। করা হলনা স্বপ্নের বাড়ির, গৃহপ্রবেশ। তাঁরাদের দেশে পারি দিলেন ভারতীয় সেনা বাহিনীর গোর্খা রেজিমেন্টের জওয়ান সন্তু ব্যানার্জী। বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ব্যারাকপুর গ্রামে।
সন্তু তাঁর চাকরি সুত্রে মনিপুরে কর্মরত ছিলেন। মনিপুরে ভূমিধসে আটকে পরে রাজ্যে মৃত জওয়ানের সংখ্যা ছাড়িয়েছে ১০ জনেরও বেশি। আর তাঁর মধ্যেই ছিলেন ব্যারাকপুরের সন্তু ব্যানার্জী।
দেখুন ভিডিও
পরিবার সুত্রে জানা গেছে, জুলায় মাসেই বাড়ি ফেরার কথা ছিল সন্তু'র। কিন্তু ততক্ষনে সব শেষ। বাড়ি ফিরল সন্তু'র নিথর দেহ। রবিবার সকালে শেষ বারের মতো নিজের বাড়িতে আসে সন্তুর কফিন বন্দী মৃতদেহ।
প্রশাসনিক ভাবে সন্তুকে শেষ শ্রদ্ধা জানানোর পর রবিবার বিকেলে বনগাঁ মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় সন্তুকে। জওয়ান দের পক্ষ থেকে গান সেলুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় জানানো হয় শহীদ সন্তু ব্যানার্জীকে।