World Health Organization : মানুষকে প্রাণঘাতী সব রোগের জন্য প্রস্তুত থাকতে হবে - WHO

People-should-be-prepared-for-all-deadly-diseases

সার্বভৌম সমাচার : আবার নতুন প্রাণঘাতী সব রোগের আবির্ভাব? করোনার পরে কি ফের নতুন কোনও রোগের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করতে হবে  মানুষকে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর পক্ষ থেকে সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিশ্বের বিভিন্ন দেশ জুড়ে মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান সংক্রমণের ঘটনাকে এক বিশেষ 'সতর্কবার্তা' হিসেবে উল্লেখ করেছেন।

মাঙ্কিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামের এক ভাইরাস। এটি একটি স্মলপক্স জাতীয় ভাইরাস। করোনা অতিমারীর প্রাদুর্ভাবের মধ্যেই এখনও পর্যন্ত ৭৫টি দেশে ১৬ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্স রোগে আক্রান্ত হয়েছেন বলে জানান 'হু'র প্রধান টেডরস আধানম ঘেব্রেয়েসুস। এরই মধ্যে মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করল সংস্থাটি। সাক্ষাৎকারে 'হু'-র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্যা স্বামীনাথন বলেন, মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার এ ঘটনা আমাদের পক্ষে একটি সতর্কবার্তা। এবার থেকে সব সময় আমাদের প্রাণঘাতী ভয়ংকর সব রোগের প্রাদুর্ভাবের জন্য প্রস্তুত থাকতে হবে।

১৯৭৯-৮০ সাল থেকেই স্মলপক্সের টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে উল্লেখ করে ড. স্বামীনাথন বলেন, আজ আমাদের হাতে স্মলপক্সের যে টিকা রয়েছে তা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের। এই টিকার ডোজও খুব সীমিত রয়েছে। স্মলপক্সের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, এই শঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন দেশ এখন এর টিকা মজুত করছে। স্মলপক্সের টিকা খুবই সীমিত রয়েছে। স্মলপক্সের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, এই শঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন দেশ এখন এর টিকা মজুত করতে শুরু করেছে।

Post a Comment

Previous Post Next Post