ওয়েব ডেস্ক : রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে ইনটেনসিভ ইউনিট সেলে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। যেখানে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর পারিবারিক পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লালু যাদব গত রবিবার সিঁড়ি থেকে পড়ে কাঁধে ফ্র্যাকচারের শিকার হন এবং তাঁকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতাল সূত্রে খবর, পিঠেও গুরুতর চোট পেয়েছেন তিনি।
লালু প্রসাদ যাদবের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে আরজেডি সুপ্রিমো লালু যাদব বর্তমানে পাটনায় তার স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে রয়েছেন। যেখানেই তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। এর পরে, লালু যাদবকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই তিনি আরও নানান শারীরিক সমস্যায় ভুগছেন।
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির জন্য বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া RJD সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে কয়েক মাস আগে রাঁচির একটি বিশেষ সিবিআই আদালত জামিন দিয়েছিলেন। তারপর থেকে তিনি জেলের বাইরেই রয়েছেন।