সমাচার ওয়েবডেক্স : বড় সর দুর্ঘটনা থেকে রেহায় পেল কলকাতাগামী বিমান। অসমের জোরহাট থেকে কলকাতা আসার জন্য কলকাতাগামী ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়ান নেওয়ার সময়ে রানওয়ে থেকে সরে কাদায় পড়ে যায়। একটুর জন্য রক্ষা পাই সকল যাত্রীরা। প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বিমান সংস্থা।
বিমান সংস্থা সূত্রে, জোরহাট থেকে ৯০ জন যাত্রী নিয়ে কলকাতা আসার কথা ছিল বিমানটির। টেক-অফের সময়েই কোনওভাবে রানওয়েতে পিছলে যায় সেটি। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনার কারনে বিমান সংস্থার পক্ষ থেকে উড়ান স্থগিত হয়।
সকল যাত্রী নিরাপদে থাকলেও। কী করে এমন হল, তার তদন্তে এক বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে বিমান সংস্থার পক্ষ থেকে। তবে প্রাথমিক তদন্তে কোনও সমস্যা চোখে পড়েনি বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই স্পাইসজেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া– একাধিক সংস্থার বিমানই ছোট-বড় বিপত্তির মুখে পড়েছে। কোনওটিতেই প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও, ডিজিসিএ বেশ উদ্বিগ্ন।