সমাচার ওয়েবডেক্স : বিশ্ব বাঘ দিবস! প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় আন্তর্জাতিক 'বিশ্ব বাঘ দিবস' (International Tiger Day)।
বাঘের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় ২০১০ সালের ২৯ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে কয়েকটি দেশ মিলে সিদ্ধান্ত নেয় বাঘের সংখ্যার বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। শুধু তাই নয়, যে দেশগুলিতে বাঘের সংখ্যা মোটামুটি ভাল তারা একটা লক্ষ্যমাত্রা ঠিক করে নেয় যে, তারা তাদের দেশের বাঘের সংখ্যা আগামি দিনে যাতে আরও বাড়ে সে দিকে খেয়াল রাখবে।
World Wide Fund for Nature (WWF)-এর মতে, এখন বিশ্বে বাঘের সংখ্যা ৩,৯০০ এর কিছু বেশি। তাদের লক্ষ্য এটা ৬০০০-য়ে নিয়ে যাওয়া। কিন্তু সেই পথে বাধা বিপুল। বেআইনি শিকার, পোচিং, বন্যপ্রাণ নিয়ে অবৈধ ব্যবসা ইত্যাদির কারণে বাঘের সংখ্যা দিন দিন ক্রমশ কমেছে।
প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে ১৮টি রাজ্যের ৫১টি টাইগার রিজার্ভ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গের সুন্দরবন।