প্রতিনিধি, বনগাঁ : উপনির্বাচনের দিন ঘোষণা হতেই আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কে হবে উপনির্বাচনের তৃণমূল প্রার্থী? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জল্পনা শুরু বনগাঁর রাজনীতি মহলে।
বনগাঁয় উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
উল্লেখ্য, নির্বাচন কমিশনের এর তরফ থেকে ২১ শে আগষ্ট উপনির্বাচন ঘোষণা করা হয়েছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। গত পুরসভা নিরর্বাচনের ফল ঘোষনার পরেই শারিরীক অসুস্থ্যতায় মৃত্যু হয় ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয়ী কাউন্সিলার দিলিপ দাসের। শূন্য হয়ে পড়ে ১৪ নম্বর ওয়ার্ড এর জনপ্রতিনিধিত্ব। তাঁর মৃত্যুর কারনেই এই ওয়ার্ডে উপনির্বাচন হতে চলেছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই দেওয়াল লিখনে নেমে পড়েন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যন্য তৃনমূল কর্মীরা। তারপর বনগাঁ জেলা কার্যালযয়ে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রার্থীর বিষয় নিয়ে সভা করেন বনগাঁ জেলা নেতৃত্ব।
অন্যদিকে, শুক্রবার রাতে ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগর ময়দানে তৃণমূলের বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান কানু বালা সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতার উপস্থিতিতে একাংশ তৃণমূল কর্মী সমর্থক ও বাসিন্দাদের নিয়ে সভা হয়। সেই সভা থেকে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে তৃণমূল প্রার্থী করার দাবি জানানো হয়।
উপনির্বাচনে বনগাঁয় বিজেপি'র আস্থা জ্ঞানপ্রকাশ ঘোষ এই
উল্লেখ্য, গত পৌর নির্বাচনের সময় প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে টিকিট দেওয়া হয়নি। এমন কি দলের পক্ষ থেকে চেয়ারম্যান পদের পর বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকেও সরানো হয়েছিল শংকর আঢ্য কে।
শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে প্রার্থী করতে হবে বলে দাবি একাধিক কর্মী সমর্থকের। এই ঘটনায় আসন্ন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী নিয়ে ফের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এল তৃনমূলের।