শাড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র মুখাবয়ব, নিজের হাতে দিতে চান নদীয়ার পদ্মশ্রী বীরেন বাবু

Face-of-President-Draupadi-Murmu-in-Saree

প্রতিনিধি, নদীয়া : ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। এবার সেই রাষ্ট্রপতির মুখাবয়ব জামদানি শাড়িতে ফুটিয়ে তুলেছেন নদীয়া ফুলিয়ার বসাকপাড়া বাসিন্দা তাঁতশিল্পী বীরেন কুমার বসাক। ভারতে তাঁত শিল্পের জন্য পদ্মশ্রী সন্মানে সন্মানীত হয়েছেন বীরেন বাবু। তাঁর তৈরি করা রাষ্ট্রপতির মুখাবয়ব জামদানি শাড়িটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র হাতে তুলতে চান তিনি।



আগামী ৭ ই আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহন করবেন বীরেন বাবু। সেই অনুষ্ঠানেই নিজে হাতেই রাষ্ট্রপতি মুখাবয়ব জামদানি শাড়িটি রাষ্ট্রপতির হাতে তুলে দিতে চান। যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও বীরেন বাবু শাড়িতে ফুটিয়ে তুলেছেন রাজ্যের কন্যাশ্রী প্রকল্প আবার কখনো সবুজের বার্তা দিতে শাড়িতে স্থান পেয়েছে চিরসবুজ হুকমান এছাড়াও সম্প্রীতির বার্তা পাখি সংরক্ষণ। ভারতের জাতীয় পাখি ময়ূর সহ প্রকৃতি সৃষ্টি শিল্প স্থান পেয়েছে তার জামদানি শাড়িতেই।

বছর কয়েক আগে দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে জামদানিতে ফুটিয়ে তুলেছিলেন নেতাজির মুখাময়ব। বীরেন বাবু জানান, নতুন নতুন সৃষ্টির মধ্যেই একজন শিল্পী তাঁর আত্মসুখ খুঁজে পাই। তাই দেশের রাষ্ট্রপতিকে সম্মান জানাতে আমি এই কাজটা করেছি।

১৯৫১ সালে বাংলাদেশের টাঙ্গাইলের ঘাড়িন্দা গ্রামে বীরেন বাবুর জন্ম। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তিনি নদীয়ার ফুলিয়াতে আসেন। সেই সময় ফুলিয়ার বাসিন্দা যোগেন্দ্র মোহন বসাকের কাছে তার ঠাই হয়। মাত্র ১৫ বছর বয়সে শুরু হয় শিল্পীর জীবন সংগ্রাম। তখন থেকে তিনি ২০২১ সালে ভারত সরকারের পদ্মশ্রী তালিকায় উঠে আসে তাঁর নাম। ২০২১ সালে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কারের মতো সম্মান পান। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় শাড়ি তৈরির জন্য তার নাম উঠে এসেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে।

Post a Comment

Previous Post Next Post