প্রতিনিধি, বনগাঁ : সম্প্রতি চালু হওয়া নতুন নিয়মে সল্ট বুকিং এর মাধ্যমে লরি সরাসরি ডিটেনশন ছাড়াই বনগাঁ পেট্রাপোল হয়ে সোজা চলে যাবে বাংলাদেশে। যার ফলে বনগাঁর লোকাল লরির মালিকসহ এক্সপোর্ট ইমপোর্ট এর সাথে যুক্ত হাজারেরও বেশি সাধারণ কর্মীরা কর্মসংস্থান হারাতে চলেছে। এরই প্রতিবাদে বুধবার সন্ধ্যায় এক্সপোর্ট ইমপোর্ট এবং ট্রান্সপোর্ট এর সাথে যুক্ত কর্মীরা এক বৃহত্তর মিছিলের মধ্য দিয়ে আন্দোলনে নামে বনগাঁয়।
উল্লেখ্য, আগে কোনো পন্যবাহী গাড়ি পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে রপ্তানীর আগে প্রথমে বনগাঁ পৌরসভার মিলন পল্লি পার্কিং এ নথি ভুক্ত করতে হত। তারপর সেই নথি ভুক্ত অনুযায়ী নাম্বার বিশেষে কখনও ১৫ দিন আবার কখনও ২৫ দিনের ব্যাবধানে পেট্রাপোলের পার্কিং এ প্রবেশ করার অনুমতি পেত। সেখানে এখন নতুন নিয়মে প্রায় ১ থেকে ৩ দিনের ব্যবধানেই গাড়ি পেট্রাপোলে চলে আসতে পারবে।
বুধবার সন্ধ্যায় মিছিলটি পাইকপাড়া বাজার থেকে মতিগঞ্জ হয়ে রায়ব্রিজ ধরে বাটার মোড় হয়ে এক নম্বর গেট দিয়ে বনগাঁ বিএসএফ ক্যাম্পের মোড়ে এসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান কর্মীরা।