Chess Olympiad : মোদীর হাত ধরে সূচনা হল দাবা অলিম্পিয়াডের, প্রত্যাহার পাকিস্তানের

Chess-Olympiad-started-with-Modis-hands

সমাচার ওয়েবডেক্স : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত থেকে সূচনা হল দাবা অলিম্পিয়াডের (Chess Olympiad)। জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে ১৮৭টি দেশের দাবা অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাবার এই মহা আসর চেন্নাইয়ের মাল্লাপুরমে বসেছে। পুঞ্জেরি গ্রামে চলছে তাবড় দাবাড়ুদের মহাযজ্ঞ। ২৮ জুলাই থেকে শুরু হয়েছে এই দাবা অলিম্পিয়াড। চলবে ১০ অগস্ট পর্যন্ত।

Chess-Olympiad-started-with-Modis-hands

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার পর বলেন, আমরা কেউ পরাজিত নই, সকলেই ভবিষ্যতের বিজয়ী। এদিনের উদ্বোধনী সভাতে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন সহ একাধিক গুণীজন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের গর্ব দাবাড়ু বিশ্বনাথন আনন্দ অলিম্পিয়াডের টর্চ তুলে দেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। তারপরে সেই টর্চ তুলে দেওয়া হয় ভারতীয় দাবাড়ুদের হাতে।

অন্যদিকে, পাকিস্তান দাবা অলিম্পিয়াড থেকে তাঁর নাম প্রত্যাহার করেছেন। তাদের দাবাড়ুরা চেন্নাইয়ে থেকেও মার্চ পাস্টে অংশ নেননি। পাকিস্তানী দাবা সংস্থার অভিযোগ, খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ভুল করেছে ভারত। তারই প্রতিবাদ স্বরূপ তারা এই আসরে নাম খেলে দেশে ফিরে যাবে।


Post a Comment

Previous Post Next Post