প্রতিনিধি, বারাসাত : প্রতারণার মামলায় এবার হানা সিআইডির। ছাত্রছাত্রীদের কাছে ফোন করে লোন দেওয়ার নাম করে প্রতারণার করত এই সংস্থা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বারাসাত রামকৃষ্ণপল্লীর বিধান মার্কেটের ঘটনা।
শংকর আঢ্যকে প্রার্থী করার দাবি, বনগাঁয় উপনির্বাচনে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ভুয়ো সংস্থার নাম পাস এন্টারপ্রাইজ। শুক্রবার বারাসতের টাকিরোড সংলগ্ন বিধান মার্কেটের প্রথম তল ও দ্বিতলে সিআইডি সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা হানা করে বাজেয়াপ্ত করে একাধিক নথি, ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল সহ প্রচুর পেনড্রাইভ। গ্রেফতার হয় পাঁচ জন।
সিআইডি আধিকারিকদের সূত্র অনুযায়ী, ছাত্রছাত্রীদের কাছে ফোন করে লোন দেবার নাম করে প্রতারণা করতো "পাস এন্টারপ্রাইজ" নামে এই সংস্থা। এই প্রতারণার কাজে সহযোগিতা করতো বেশ কিছু কর্মীরা। শুক্রবার দুপুর থেকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি। তারপরেই অফিস সিল করেন আধিকারিকরা।
অন্যদিকে, বারাসাত ৩৪নং জাতীয় সড়ক সংলগ্ন অরবিন্দ পল্লীতে টিস রেটেলস প্রাইভেট লিমিটেড নামক অফিসেও হানা দেয় সিআইডির আধিকারিকরা। অফিসের কোনো কর্মীদের না পেলেও ওই অফিস সিল করে দেন আধিকারিকরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।