প্রতিনিধি, বনগাঁ : একুশে জুলাই তৃনমূলের শহীদ দিবসে বাস পাঠানোর জেরে বসিয়ে দেওয়া হয়েছে একটি বাস, এমনটাই অভিযোগ এনে বাস চলাচল বন্ধ রেখে প্রশাসনের দ্বারস্থ হল বাস শ্রমিক সংগঠনের একাংশ। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বনগাঁয়।
প্রসঙ্গত, গত একুশে জুলাই উত্তর ২৪ পরগনার বনগাঁ ৯২ এ বাস সংগঠনের একটি বাস ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সভার উদ্দেশ্যে স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়ে গেছিল। 92 এ বাস শ্রমিকদের অভিযোগ একুশে জুলাইয়ে বাস পাঠানোর জেরে একটি বাস বসিয়ে দিয়েছে বাস মালিক সমিতি। বাস বসিয়ে দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন সাত-আটজন বাস শ্রমিক। তাদের রুটি রুজি রর উপরই নির্ভর করে চলে, তাই স্বাভাবিকভাবেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় রুটি রুজি বন্ধ হয়ে গিয়েছে তাদের।
Beating the headmaster for demanding Katmani : কাটমানির দাবিতে প্রধান শিক্ষককে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শ্রমিক সংগঠনের দাবি, অবিলম্বে বসিয়ে দেওয়া বাসটি যাতে পুনরায় চলতে দেওয়া হয়। এছাড়াও এই নিয়ে প্রশাসন ও দলীয় নেতৃত্বের দারস্ত হয়েছেন বাস শ্রমিক সংগঠনের শ্রমিকরা। এদিন তারা বনগাঁ বাগদা রোডে বাস পরিষেবা বন্ধ রেখে মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনালে বিক্ষোভ দেখান। তারপর বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ এবং এআরটিওর কাছে একটি স্মারকলিপীয় জমা দেন তারা। এই বিষয়ে বাস শ্রমিক সংগঠনের সহ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, "বাস মালিক সমিতির সম্পাদক ও কোষাধ্যক্ষ একুশে জুলাইয়ে বাস যাওয়ার দরুন একটি বাসের রুটে চলাচল বন্ধ করে দিয়েছে, যার জেরে সমস্যায় শ্রমিকরা। অবিলম্বে সেই বাসটি যাতে চালু করা হয় সেই দাবি নিয়ে বাস শ্রমিকরা বনগাঁ থানার দ্বারস্থ হয়েছি।"
অন্যদিকে, বাস মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করা হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে বাস মালিক সমিতির সম্পাদক জয়ন্ত সাহা বলেন, একুশে জুলাই নয়, কুড়ি জুলাই সারাদিন ওই বাসটি রুটে চললেও শেষ টিপে বাসটি না যাওয়ায় একদিনের জন্য বাসটিকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তারা ২১ শে জুলাইয়ের দোহাই দিয়ে বাস পরিষেবা বন্ধ রেখেছে, যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।
World Health Organization : মানুষকে প্রাণঘাতী সব রোগের জন্য প্রস্তুত থাকতে হবে - WHO
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ বলেন, "বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, চাইব প্রশাসনের সাথে কথা বলে সমস্যার দ্রুত সমাধান হোক। বাস মালিক সমিতির পক্ষ থেকে একটি বাসের রুটে চলাচল বন্ধ করা হয়েছে, এই অভিযোগ আমার কাছে এসেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নিত্য যাত্রীরা। এ বিষয়ে বনগাঁ মহাকুমা হাসপাতাল থেকে রোগী নিয়ে ফেরার সময় এক পরিজন বলেন, "হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে আমরা।"