উপনির্বাচনে বনগাঁয় বিজেপি'র আস্থা জ্ঞানপ্রকাশ ঘোষ এই

BJPs-confidence-in-Bangaon-in-the-by-election-is-gyan-prakash-ghosh

সায়ন ঘোষ, বনগাঁ : নির্বাচন কমিশনের এর তরফ থেকে আগামি মাসের ২১ তারিখ উপনির্বাচন ঘোষণা করা হয়েছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। শুক্রবার বনগাঁ সংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হল। 

এদিন বিজেপি সংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস, বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কির্ত্তনীয়ার সহ একাধিক কর্মীর উপস্থিতিতে ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে আবারও আস্থা রাখলেন জ্ঞান প্রকাশ ঘোষের উপর।

উল্লেখ্য, গত পুরসভা নিরর্বাচনের ফল ঘোষনার পরেই শারিরীক অসুস্থ্যতায় মৃত্যু হয় ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয়ী কাউন্সিলার দিলিপ দাসের। শূন্য হয়ে পড়ে ১৪ নম্বর ওয়ার্ড এর জনপ্রতিনিধিত্ব। তাঁর মৃত্যুর কারনেই এই ওয়ার্ডে উপনির্বাচন হতে চলেছে। 

প্রসঙ্গত, বুধবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে  বিজ্ঞপ্তি জারি করে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়। শুক্রবার উপনির্বাচনে বিজেপির পক্ষ থেকে জ্ঞানপ্রকাশ ঘোষকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করলো বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব। জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী জ্ঞান প্রকাশ ঘোষ।

অন্যদিকে, বনগাঁয় উপনির্বাচনে তৃনমূলের প্রার্থী হিসেবে কার নাম উঠে আসবে রাজনৈতিক মহলে সেই নিয়েই চলছে জোড় জল্পনা।


Post a Comment

Previous Post Next Post