প্রতিনিধি : কার্যত প্রায় দুবছর পর নিয়ম মেনে অফলাইন পরীক্ষার মাধ্যমে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। করোনা পরিস্থিতির কারনে দুবছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা।
শুক্রবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। বেলা ১১ঃ৩০ এর পরিবর্তে দুপুর ১২ টা থেকে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে জানতে পারবেন তাঁদের ফলাফল।
সংসদ সূত্রে জানা যাচ্ছে পরীক্ষা শেষের ৪৩ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হচ্ছে। এবছরের উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল ২ রা এপ্রিল ২০২২, শেষ হয় ২৭ শে এপ্রিল ২০২২।
কীভাবে জানবেন আপনার উচ্চমাধ্যমিকের ফলাফল?
১. প্রথমে (https://www.sarbabhaumasamachar.in/p/hs-results-2022.html) ওয়েবসাইট খুলুন।
২. তারপর উপরের ছবিটিতে ক্লিক করুন।
৩. এবার আপনার Roll ও No. লিখুন।
৪. এবার নিচে দেখানো ৫ সংখ্যার Capture বক্সে লিখে Submit করুন, দেখে নিন আপনার Result.
এছাড়াও SMS এর মাধ্যমে ও ফলাফল জানা যাবে। আপনি আপনার মোবাইলের মেসেজ ইনবক্সে নতুন মেসেজে গিয়ে লিখুন WB12 <space> আপনার roll number লিখে send করুন 56070 অথবা 5676750 এই নম্বরে। কিছুক্ষণ পরে আপনার রেজাল্ট মেসেজ এর মাধ্যমে চলে আসবে।