প্রতিনিধি : কার্যত প্রায় দুবছর পর নিয়ম মেনে অফলাইন পরীক্ষার মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। করোনা পরিস্থিতির কারনে দুবছর হয়নি মাধ্যমিক পরীক্ষা।
এবছরে ৫০ হাজার বেড়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ হাজার। অন্যদিকে, ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রীর সংখ্যা। এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই।
৭০০ এর মধ্যে ৬৯৩ পেয়ে প্রথম হয়েছে দুজন। বাকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্নব ঘড়াই এবং রৌনক মন্ডল, বর্ধমান সিএফএস বিদ্যালয়ের ছাত্র।
বছর পাশের হার ৮৬.৬০ শতাংশ। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এবার মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি।
পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার দাবিতে দেদার আবেদনপত্র জমা পড়ে।