প্রতিনিধি : প্রয়াত সংগীত শিল্পী কে.কে. (Krishnakumar Kunnath)। ৫৪ বছর বয়েস হয়েছিল তাঁর। নজরুল মঞ্চে গান গায়তে যাওয়ার আগেই গ্যান্ড হোটেল থেকে বেড়নোর সময় হঠাৎই অসুস্থ হয়ে পরেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া গোটা সংগীত মহলে।
নজরুল মঞ্চে তিনি শো করছিলেন মঙ্গলবারও। সেই শোয়ের পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
৯০ দশক থেকে শুরু করে একেবারে এই বর্তমান সময় পর্যন্ত যাঁর ছিল অনাবীল যাতায়াত। সেই প্রানোচ্ছ্বল, সদা হাস্যময় এক অদ্ভুত মানুষ চলে গেলেন সঙ্গীতের মঞ্চ থেকেই। নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যায়ও চুটিয়ে গান করেছেন তিনি। কিন্তু তার পরেই ছন্দপতন। যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। তার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।