প্রতিনিধি : ইফতার পার্টি উপলক্ষে দুদিন আলাদা দুটি অনুষ্ঠানের আয়োজন করা হলে বাগদায়৷ একটি অনুষ্ঠানের আয়োজক ছিল তৃণমূলের বাগদা ব্লক পূর্ব-পশ্চিম কমিটি ৷অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। আর এই দুটি কর্মসূচিকে ঘিরে বাগদায় গোষ্ঠী কোন্দল ফের মাথাচাড়া দিয়ে উঠল।
শুক্রবার বাগদা পূর্ব-পশ্চিম কমিটির উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ করা হয়নি বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। আমন্ত্রণপত্র পাননি বলে জানিয়েছেন বাগদার তৃণমূল নেতা তরুণ ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ৷
এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন
বিশ্বজিৎ বাবু বলেন, শুক্রবার দলের পক্ষ থেকে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়নি তাই যাইনি। এ বিষয়ে বাগদা পশ্চিম কমিটির সভাপতি অঘোর হালদার বলেন "বিধায়ক নিজের এলাকায় নিজের মতন কাজ করেন। আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেন না। তাই বলা হয়নি।
এদিকে শনিবার বিশ্বজিৎ বাবুর উদ্যোগেও বাগদার হেলেঞ্চাতে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। বিধায়ক ঘনিষ্ঠদের দাবি তাদের অনুষ্ঠানের জন্য আগেই কার্ড ছাপানো ও বিলি করা হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে দলের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। যদিও অঘোর বাবুরা জানিয়েছেন তাদের অনুষ্ঠানটি পূর্বপরিকল্পিত।